বেগম জিয়াকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আ.লীগ: রিজভী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, কারাবন্দি অবস্থায় তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, জেলখানায় পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা না করে বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। ডিজিএফআই ও এনএসআই বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের নজরে রাখত এবং হুমকি দিত।

তিনি বলেন, বেগম জিয়া নেতৃত্বে থাকার কারণেই এত চেষ্টার পরও বিএনপিকে নিঃশেষ করতে পারেনি আওয়ামী লীগ।