শুক্রবার খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক নাগরিক শোকসভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই শোকসভার উদ্যোগ নিয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বিএনপির মিডিয়া সেল থেকে আরও জানানো হয়, আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর আড়াইটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শোকসভা শুরু হবে।

বিএনপির উদ্যোগে নাগরিক কমিটির ব্যানারে অনুষ্ঠেয় এই শোকসভায় রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। এছাড়া অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরাও।

উল্লেখ্য, খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বিএনপি সাত দিনের শোক পালন করেছে। রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় তিন দিনের শোক। এরমধ্যে ছিল একদিনের সাধারণ ছুটিও।