খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ

সাধারণ একজন গৃহবধূ থেকে রাজনীতির জটিল মঞ্চে পা রেখে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার সংগ্রামী জীবন ও কর্মের ওপর দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকা।   

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর গুলশান-২ এর বিচারপতি সাহাবুদ্দিন আহমদ পার্কে দুই দিনব্যাপী এই আলোকচিত্র ও তথ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হবে। 

এই আলোকচিত্র ও তথ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রদর্শনীতে বেগম জিয়ার পারিবারিক ও রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্বের প্রায় ১০০টি স্থিরচিত্র প্রদর্শন করা হবে। এছাড়াও পার্কের মুক্তমঞ্চে তাঁর জীবন নিয়ে নির্মিত বিশেষ ভিডিও প্রামাণ্যচিত্র দেখানো হবে।