সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শোকসভায় ডেইলি নিউ এজের সম্পাদক নুরুল কবির বলেন, বেগম খালেদা জিয়া কেবল একটি দলের নেত্রী ছিলেন না; তিনি সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন। দল-মত নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষের জানাজায় অংশগ্রহণই তার সবচেয়ে বড় প্রমাণ বলে মন্তব্য করেন তিনি।
নুরুল কবির বলেন, মানুষ ও রাজনৈতিক নেত্রী হিসেবে খালেদা জিয়ার যে বৈশিষ্ট্যটি তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে, তা হলো তাঁর রুচিশীলতা ও পরিমিতিবোধ। এমন এক সময়ে, যখন দেশের রাজনৈতিক সংস্কৃতিতে দীর্ঘদিন ধরে শালীনতা ও সংযমের ঘাটতি স্পষ্ট, তখন খালেদা জিয়া ছিলেন ব্যতিক্রম। রাজনৈতিক প্রতিপক্ষের কাছ থেকে নিজের ও পরিবারের ওপর নেমে আসা নানা আঘাত ও দুর্ভোগ সত্ত্বেও তিনি কখনো প্রকাশ্যে ক্ষোভ, বেদনা বা নিন্দাসূচক বক্তব্য দেননি বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, আপাতদৃষ্টিতে বিষয়টি সহজ মনে হলেও রাজনীতিতে সংযম, পরিমিতিবোধ ও আত্মমর্যাদা ধারণ করা অত্যন্ত কঠিন। মতাদর্শ ও রাজনৈতিক পথ ভিন্ন হতে পারে, কিন্তু অসহিষ্ণুতায় ভরা বর্তমান বাংলাদেশে এই গুণগুলো সবার জন্যই গুরুত্বপূর্ণ ও অনুসরণযোগ্য।
খালেদা জিয়ার জানাজার প্রসঙ্গ টেনে নুরুল কবির বলেন, বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বিএনপির এক নেতা জনগণের কাছে অঙ্গীকার করেছিলেন যে দলটি বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক আদর্শ অনুসরণ করেই রাজনীতি পরিচালনা করবে। এই অঙ্গীকার বাস্তবায়নের জন্য বিএনপির প্রতি তিনি বিশেষভাবে আহ্বান জানান।