গুম-খুনের শিকার পরিবারের পাশে তারেক রহমান

বিগত সরকারের আমলে গুম, খুন ও ভয়াবহ নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ আয়োজিত এক অনুষ্ঠানে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসময় বিগত দেড় দশকে গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা তাদের প্রিয়জনকে ফিরে পাওয়ার আকুতি জানান এবং কান্নায় ভেঙে পড়েন। তারা বর্তমান সরকারের কাছে এই গুম-খুনের নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচারের জোর দাবি জানান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নির্যাতিত ও বঞ্চিত পরিবারের সদস্যদের পাশে থাকার অঙ্গীকার এবং তাদের দুঃখ-দুর্দশার কথা সরাসরি শোনার লক্ষ্যেই এই সভার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন এবং ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি।

বক্তারা বলেন, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের যে সংস্কৃতি দেশে চালু হয়েছিল, তার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপি এসব পরিবারের পাশে থাকবে।