বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক অংশকে উন্নয়ন প্রক্রিয়ার বাইরে রেখে দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার জাইমা রহমান। তিনি বলেন, দেশের প্রতি সবার আন্তরিক ভালোবাসা থাকতে হবে এবং ভিন্ন ভিন্ন আদর্শ থাকা সত্ত্বেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) ঢাকা ফোরাম আয়োজিত ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নীতিনির্ধারণী পর্যায়ের কোনো অনুষ্ঠানে এটিই জাইমা রহমানের প্রথম আনুষ্ঠানিক বক্তব্য।
গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বক্তব্যের শুরুতেই জাইমা রহমান সহনশীল রাজনীতির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘আজ আমরা এখানে যারা উপস্থিত, সবার আদর্শ, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ভিন্ন। তারপরও আমরা একসঙ্গে বসে আলোচনা করছি কারণ আমরা সবাই দেশের জন্য ভাবছি। এই মতভিন্নতা নিয়ে একসঙ্গে কাজ করাই গণতন্ত্রের আসল সৌন্দর্য।’
নিজের অবস্থান ও দায়বদ্ধতা অত্যন্ত বিনয়ের সাথে জাইমা রহমান বলেন, ‘আমি এমন কেউ নই যার কাছে সব সমস্যার সমাধান আছে। তবে আমি বিশ্বাস করি, নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার থাকা উচিত। আমি আজ এখানে এসেছি সবার কথা শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে।’
নারী উন্নয়নই সমৃদ্ধির চাবিকাঠি নারীদের অধিকার এবং জাতীয় উন্নয়নে তাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি স্পষ্ট জানান, অর্ধেক জনসংখ্যাকে একপাশে রেখে বাংলাদেশ বেশিদূর এগিয়ে যেতে পারবে না। টেকসই উন্নয়নের জন্য নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা অপরিহার্য।