বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর একটি প্রতিনিধি দল। রোববার (১৮ জানুয়ারি) রাত ৯টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এই তথ্য নিশ্চিত করেছেন। সাক্ষাৎকালে তারেক রহমান প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।
এ সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা তারেক রহমানকে সম্মান জানিয়ে তাদের ঐতিহ্যবাহী পাহাড়ি পোশাক পরিয়ে দেন।
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। দেশের বর্তমান প্রেক্ষাপট ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির বিষয়ে এই বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।