২৯ আসনে লড়বে মামুনুল হকের দল, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে ২৯টি আসনের জন্য চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। জামায়াতে ইসলামীসহ ‘দশ দলীয় নির্বাচনি ঐক্য’এর অন্যতম শরিক হিসেবে দলটি এই প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে।
  
মঙ্গলবার (২০ জানুয়ারি) দলটির পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

এর মধ্যে ২৩টি সংসদীয় আসনে ‘দশ দলীয় নির্বাচনি ঐক্য’র আওতায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীরা এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্য ছয় আসনে জোটের অন্য দলের প্রার্থীর সঙ্গে উন্মুক্ত ভিত্তিতে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীরা রিকশা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন।

প্রার্থী তালিকা-

মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, ঢাকা ১৩
মাওলানা জালালুদ্দীন আহমদ, শরীয়তপুর ১
মাওলানা আকরাম আলী, ফরিদপুর ২
মাওলানা আতাউল্লাহ আমীন, কিশোরগঞ্জ ৬
মুফতি সাঈদ নূর, মানিকগঞ্জ ৩
অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী, সুনামগঞ্জ ৩
মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া, ফেনী ২
মাওলানা হেদায়েতুল্লাহ হাদী, কিশোরগঞ্জ ১
মুফতি নূর হুসাইন নূরানী, মুন্সিগঞ্জ ৩
মাওলানা আবদুস সুবহান, মাদারীপুর ২
মাওলানা এহসানুল হক, গাজীপুর ৩
মাওলানা রাকিবুল ইসলাম, নরসিংদী ৩
মুফতি শোয়াইব ইবরাহীম, গোপালগঞ্জ ২ 
মুফতি মোহাম্মদুল্লাহ, ময়মনসিংহ ২
জনাব গোলাম রব্বানী, নেত্রকোনা ১
মাওলানা নাসির উদ্দিন মুনির, চট্টগ্রাম- ৫
মুফতি আমজাদ হুসাইন আশরাফী, ব্রাহ্মণবাড়িয়া ৫
মাওলানা তাজুল ইসলাম, নরসিংদী ৫
মাওলানা আব্দুর রউফ, সিরাজগঞ্জ-৩
মাওলানা আবু বকর সিদ্দিক, রাঙামাটি ১
মাওলানা তাজুল ইসলাম, ময়মনসিংহ ১
মাওলানা শাহজাহান শিবলী, নারায়ণগঞ্জ ৩
মাওলানা আব্দুল আজিজ মক্কি, গোপালগঞ্জ ৩
মাওলানা সাঈদ উদ্দিন আহমদ হানজালা, মাদারীপুর ১
মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী, হবিগঞ্জ ১
মাওলানা মুসলেহ উদ্দীন রাজু , সিলেট ৩
মাওলানা নূরে আলম হামিদী, মৌলভীবাজার ৪
মাওলানা মিজানুর রহমান মোল্লা, ফরিদপুর ৪
খন্দকার আনোয়ার, নারায়ণগঞ্জ ৪

উন্মুক্ত আসন ৬টি: সুনামগঞ্জ-৩ ও কিশোরগঞ্জ-১ আসনে খেলাফত মজলিসের সঙ্গে, মৌলভীবাজার-৪ ও নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি, ফেনী-২ আসনে এবি পার্টি এবং ফরিদপুর-৪ আসনে জামায়াতে ইসলামীর সঙ্গে উন্মুক্ত ভিত্তিতে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীরা নির্বাচনে অংশ নেবেন।