আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনি প্রতীক ‘ধানের শীষ’ বরাদ্দপত্র সংগ্রহ করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এই চিঠি গ্রহণ করেন বিএনপি নেতা মো. মনিরুল ইসলাম।
প্রতীক সংগ্রহের পর সাংবাদিকদের ব্রিফিংকালে মনিরুল ইসলাম বলেন, ‘আজ ঢাকা-১৭ আসনের রিটার্নিং অফিসার আমাদের নেতা তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিয়েছেন। দীর্ঘ ১৭ বছর পর দেশের জনগণের সামনে অবাধ ও নিরপেক্ষভাবে ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে তরুণ ভোটাররা তারেক রহমানকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।’
ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম আরও যোগ করেন, ‘ধানের শীষ প্রতীক এখন কেবল বিএনপির প্রতীক নয়, এটি জনগণের মুক্তি ও পরিবর্তনের প্রতীকে পরিণত হয়েছে। আমরা বিশ্বাস করি, এই প্রতীকের মাধ্যমেই জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে।’
তারেক রহমানের এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করার খবরে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।