টাঙ্গাইলের সখীপুরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যুবদল ও পৌর যুবদল আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তোপের মুখে পড়েন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কাদের সিদ্দিকীর সখীপুর উপজেলা বাসভবন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে পূর্বঘোষিত একটি মতবিনিময় সভা চলছিল। একই সময় সখীপুর উপজেলা যুবদল ও পৌর যুবদলের ব্যানারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
পরিস্থিতি জটিল হয়ে উঠলে বঙ্গবীর কাদের সিদ্দিকী তার বাসভবনের ভেতরে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে খালেদা জিয়ার সম্মানে এক মিনিট নীরবতা পালন করেন এবং রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় তিনি তার পূর্বনির্ধারিত কর্মসূচি আজকের পরিবর্তে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন।
পরে তিনি নিজ দলের নেতাকর্মীদের সাথে নিয়ে যুবদলের কর্মসূচিতে সমর্থন জানাতে গেলে সেখানে দেয়া তার বক্তব্যকে কেন্দ্র করে যুবদলের কিছু নেতাকর্মী উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা ‘জুতা মারো তালে তালে’ ও ‘দালাল, দালাল’ স্লোগান দিতে থাকেন। এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠলে বঙ্গবীর কাদের সিদ্দিকী ঘটনাস্থল ত্যাগ করেন।
ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।