স্যার নয়, আমাকে ভাইয়া ডাকুন: চট্টগ্রামে তরুণদের তারেক রহমান

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে চট্টগ্রামে এক ব্যতিক্রমী অনুষ্ঠানে তরুণদের মুখোমুখি হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

রোববার (২৫ জানুয়ারি) সকালে নগরীর রেডিসন ব্লু হোটেলের মেজবান হলে আয়োজিত ‘ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে এক নারী শিক্ষার্থী প্রশ্ন করার শুরুতে তাকে ‘স্যার’ বলে সম্বোধন করলে তারেক রহমান তাকে থামিয়ে দিয়ে বলেন, ‘আপনারা যারা প্রশ্ন করবেন, আমাকে ভাইয়া বলতে পারেন। বয়সের হিসেবে আঙ্কেল ডাকতে পারেন, তবে আঙ্কেল ডাকটা শুনতে খুব একটা পছন্দ করব না। ভাইয়া বললে ভালো লাগবে।’ তাঁর এই সাবলীল অনুরোধে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে করতালির মাধ্যমে প্রাণচাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

আলোচনায় এক শিক্ষার্থী ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যাংক ঋণ পাওয়ার জটিলতার কথা তুললে তারেক রহমান বলেন, বিএনপি নির্বাচিত হলে আইন সংশোধন করে তরুণ উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন ঋণের ব্যবস্থা করার পরিকল্পনা আছে। পাশাপাশি যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চায়, তাদের জন্য ‘স্টুডেন্ট লোন’ বা শিক্ষা ঋণের ব্যবস্থা করার ভাবনার কথাও তিনি জানান।

চট্টগ্রামের দীর্ঘস্থায়ী সমস্যা জলাবদ্ধতা নিয়ে করা এক প্রশ্নের জবাবে তারেক রহমান তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘চট্টগ্রাম ও ঢাকাসহ বড় শহরগুলোর জলাবদ্ধতা কাটাতে পানি নিষ্কাশনের পথ সুগম করতে হবে। এ লক্ষ্যে আমরা সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করব।’

ব্যক্তিগত কুশল বিনিময়কালে তারেক রহমান জানান যে, তাঁর কিছুটা জ্বর রয়েছে। তবে অসুস্থতা সত্ত্বেও তিনি তাঁর নির্বাচনি সফর অব্যাহত রেখেছেন। 

দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামে আসা এই শীর্ষ নেতা আজ বেলা ১১টা ৩০ মিনিটের পর পলোগ্রাউন্ড মাঠে বিশাল জনসভায় ভাষণ দেবেন। এরপর বিকেল থেকে রাত পর্যন্ত ফেনী, কুমিল্লা, দাউদকান্দি ও কাঁচপুরে একাধিক নির্বাচনী পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।