বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কেবল সমালোচনার মধ্যে সীমাবদ্ধ থাকলে দেশের মানুষের কোনো উন্নয়ন হবে না। দেশের মানুষ এখন রাজনৈতিক অধিকার এবং প্রকৃত পরিবর্তন চায়।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতে তারেক রহমান রাজনৈতিক প্রতিহিংসা ও দোষারোপের সংস্কৃতির সমালোচনা করেন। তিনি বলেন, ‘আমাদেরকে দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। একে অপরের সমালোচনায় মত্ত থাকলে সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন সম্ভব নয়। বিএনপি সেই ধারার অবসান ঘটিয়ে জনকল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়।’
ক্ষমতায় গেলে জনস্বাস্থ্যের উন্নয়নে দেশজুড়ে ১ লাখ স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তোলার ঘোষণা দেন তারেক রহমান। এছাড়া কৃষি ও জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিতভাবে খাল খনন কর্মসূচির ওপর গুরুত্বারোপ করেন তিনি। চট্টগ্রামের গুরুত্ব তুলে ধরে তিনি প্রতিশ্রুতি দেন যে, বিএনপি ক্ষমতায় গেলে চট্টগ্রামকে দেশের প্রকৃত বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সকল অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা হবে।
দীর্ঘ ১৯ বছর পর চট্টগ্রামের পলোগ্রাউন্ডে তারেক রহমানের এই জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল নামে। মাঠ পেরিয়ে আশপাশের এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।