ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষক দলের কাছে বিভিন্ন বিষয়ে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বিএনপি মনোনীত প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের নির্বাচনী প্রচারণার কাজে লাগানোর অভিযোগ তোলেন।
সোমবার (২৬ জানুয়ারি) ইইউ পর্যবেক্ষকদের একটি প্রতিনিধিদলের কাছে এসব অভিযোগ তোলেন তিনি।
পর্যবেক্ষক টিম থেকে ঢাকা-৮ আসনের এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছে জানতে চাওয়া হয় হয়, তরুণ প্রার্থী হিসেবে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন কিনা?
উত্তরে পাটওয়ারী জানান, ‘কিছু দিন আগে নির্বাচনী প্রচারণার সময় তাদের লক্ষ্য করে ময়লা ও ডিম নিক্ষেপ করা হয়।’
কারা করেছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করতে পারিনি।’
এ সময় তিনি শহীদ শরীফ ওসমান হাদি তার প্রচারণার সময়ও একই ঘটনার সম্মুখীন হয়েছিলেন বলে জানান।
পর্যবেক্ষক দলের এক প্রশ্নের জবাবে পাটওয়ারী অভিযোগ করে বলেন, ‘নির্বাচন কমিশনের প্রতি আমাদের ভরসা নেই। তারা শেখ হাসিনার আমলে করা পদ্ধতিতে চলছে। একই সঙ্গে নির্বাচন কমিশন ক্ষমতা ও টাকার প্রতি একপেশে।’
এ সময় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ করেন পাটওয়ারী। তিনি বলেন, ‘দুটি সরকারি সংস্থা তাদের কর্মকর্তাদের মির্জা আব্বাসের র্যালিতে যেতে বাধ্য করছে।’