সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা এবং জনগণের সরকার গঠনের লক্ষ্যে জোরালো সমর্থন চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘ভোট মানে দুটি পথ- হ্যাঁ এবং না। হ্যাঁ ভোট মানে স্বাধীনতা, আর না মানে পরাধীনতা। মদিনা সনদের আদলে সুশাসন প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।’
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা আল্লাহ ছাড়া কারো প্রভুত্ব স্বীকার করি না। এই বাংলায় দুর্নীতিবাজদের কোনো স্থান হবে না। আমরা দুর্নীতির টুটি চেপে ধরব এবং সব সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেওয়া হবে।’
বিগত বছরগুলোতে সাতক্ষীরার ওপর দিয়ে বয়ে যাওয়া জুলুমের কথা স্মরণ করে তিনি বলেন, ‘২০১৫ সালে আমি মোটরসাইকেলে ঘুরে এই জেলার ৪৫ জন শহীদের পরিবারের খোঁজ নিয়েছিলাম। বুলডোজার দিয়ে নেতাকর্মীদের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। এই জেলাকে দীর্ঘ সময় উন্নয়ন থেকে বঞ্চিত করে সৎ মায়ের মতো আচরণ করা হয়েছে। কিন্তু ইনসাফের পথে যারা থাকে, আল্লাহ তাদের শেষ পর্যন্ত সম্মানিত করেন।’
সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘৫ই আগস্টের পর আমরা সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছি। আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। আমাদের নেতাকর্মীরা কোনো চাঁদাবাজি বা দখলদারিত্বে জড়ায়নি। যারা অপরাধ করেছে, কেবল তাদের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।’
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে তিনি বলেন, ‘সিন্ডিকেট ও চাঁদাবাজদের হাত থেকে বাজারকে মুক্ত করা হবে। ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিতদের জন্য আলাদা বেতন কাঠামো এবং যারা অতিরিক্ত সময় কাজ করেন, তাদের জন্য ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা হবে।’ তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণে একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে সাতক্ষীরার চারটি আসনেই ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
সাতক্ষীরা জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জতউল্লাহ, সাতক্ষীরা-২ আসনের মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের রবিউল বাশার এবং সাতক্ষীরা-৪ আসনের প্রার্থী গাজী নজরুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সেক্রেটারি আজিজুর রহমান।