বিএনপির যে দুই নেতা বহিষ্কার

দলীয় নীতি ও সংগঠন পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় আরও দুই নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়, নোয়াখালী জেলার সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ভিপি মফিজুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটনকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৭ নেতাকে বহিষ্কারের তথ্য জানিয়েছিল বিএনপি।