খালেদাকে বদান্যতা দেখানো আর উচিত কিনা, তাও ভাবতে হবে

নিজস্ব প্রতিবেদক: খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় এখনও কারাগারের বাইরে রয়েছেন। কিন্তু বদান্যতাকে দুর্বলতা ভাবলে সেটা ভুল হবে। বিএনপি বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করলে সরকার কোনোভাবেই বসে থাকবে না। বদান্যতা দেখানো আর উচিত কিনা, তাও ভাবতে হবে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ রোববার (৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে এসব কথা বলেন।

তিনি বলেন, গাধা জল ঘোলা করে খায় বলেই বিএনপি শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশ নিতে না চাইলেও অতীতে নিয়েছে। এবারও তারা নির্বাচনে ঠিকই অংশ নিতে চায় মনে মনে।

অন্য এক প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের অসহায় স্বীকার বাংলাদেশ, যদিও এ পরিবর্তনে তেমন কোনো দায় বাংলাদেশের নাই। জলবায়ু সম্মেলনে বাংলাদেশ এবার এই আবেদনই জানাবে, বিশ্বের রাজনৈতিক নেতৃবৃন্দ যেন পৃথিবীকে বাঁচাতে উদ্যোগী হন এবং যুদ্ধ লাগা ও পারস্পরিক নিষেধাজ্ঞার মতো বিষয়গুলো যেন বন্ধ করেন।