সাংবাদিকদের কৃষিমন্ত্রী

বিএনপিকে নির্বাচনে আনতে সর্বাত্মক চেষ্টা করেছি

বিএনপিকে নির্বাচনে আনতে সর্বাত্মক চেষ্টা আমরা করেছি। কিন্তু বিএনপি নির্বাচনে আসেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। আমরা তাদের নির্বাচনে আনতে চাই। কিন্তু সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই। আমার বক্তব্যের মূল কথা ছিল, বিএনপিকে নির্বাচনে আনতে সর্বাত্মক চেষ্টা আমরা করেছি। কিন্তু বিএনপি নির্বাচনে আসেনি। আমি সেদিন এটিও বলেছি যে, বিএনপি নির্বাচন বানচাল করতে চায়।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী এই সরকারকে রেখে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যা যা করা দরকার আওয়ামী লীগ সেটা করতে চেয়েছে। কিন্তু বিএনপি সেটা বিশ্বাস করেনি। তারা আন্দোলনে গেছে।

মন্ত্রী আরও বলেন, বিএনপি প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছে, ট্রেন লাইন কেটে নাশকতা করেছে। দেশে কী যুদ্ধাবস্থা চলছে। এই নাশকতা বন্ধ করতে হলে গ্রেপ্তার তো করতে হবেই। বিএনপি নেতাদের হুকুম ছাড়া কী কোনো কর্মী বাসে আগুন দেবেন? তাদের জেল-জুলুমের ভয় আছে না! অবশ্যই আছে। সেক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের দায়িত্ব হলো মানুষের জীবনের ও জানমালের নিরাপত্তা দেওয়া। এমন প্রেক্ষাপটে বিএনপির নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। 

ড. আব্দুর রাজ্জাক বলেন, তারা যদি নির্বাচনে আসতেন এবং নাশকতামূলক কর্মকাণ্ড চালাবেন না বলে কথা দিতেন, তাহলে তো দেশে শান্তি আসতো। নির্বাচন কমিশনই বারবার ভোট পিছিয়ে দেওয়ার কথা বলেছিল। মির্জা ফখরুলসহ সিনিয়র নেতাদের কারাগারে রেখে কী নির্বাচন হবে? আইনের মাধ্যমে তাদের জামিন দিয়ে নির্বাচনের ব্যবস্থা করা হতো।