দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।
সোমবার (৮ জানুয়ারি) বেলা ১১টায় দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আব্দুল মঈন খান এ সংবাদ সম্মেলন করবেন।
এতে জাতীয় স্থায়ী কমিটির অন্য সদস্যরাও উপস্থিত থাকবেন।
রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে ২৯৯টি আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কিছু জায়গায় বিচ্ছিন্ন গোলযোগ নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছে কমিশন। ৩০ থেকে ৩৫ জায়গায় ভোট কেন্দ্রের বাইরে ধাওয়া-পালটা ধাওয়া এবং ভোটকেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
এছাড়া অনিয়মের কারণে সাতটি কেন্দ্রে ভোট বাতিল এবং জাল ভোট প্রদানে সহায়তা করায় ১৫ ব্যক্তিকে দণ্ড দেওয়া হয়েছে। কারচুপি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে ভোট বর্জন করেছেন বেশ কয়েকজন প্রার্থী।
এদিকে বিএনপিসহ সমমনা ১২টি দল নির্বাচন বর্জন করেছে। ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত ২০ ডিসেম্বর ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় দলটি। তবে সব কিছু উপেক্ষা করে রোববার ২৯৯ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।