ঈদ উপহার বিতরণকালে মির্জা ফখরুল

বিএনপির ৮০ ভাগ নেতাকর্মী সরকারের দমন-পীড়নের শিকার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির ৮০ ভাগ নেতাকর্মী সরকারের দমন-পীড়নের শিকার হয়েছে। নির্যাতনের প্রথম শিকার হয়েছেন বেগম খালেদা জিয়া। বুধবার রাতেও তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। 

বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গুম ও পঙ্গুত্বের শিকার ব্যক্তিবর্গের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, সারা বাংলাদেশে এখন এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে ভয় আর ত্রাসের রাজত্ব। নির্বাচন ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার।

মির্জা ফখরুল বলেন, এ অবস্থা থেকে মুক্তি পেতে হবে। সংগ্রাম করতে হবে। যতটুকু সম্ভব নয়, তার চেয়েও বেশি সংগ্রাম করছি আমরা। দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। স্বৈরাচার সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে পরাজিত করতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, একটি ছেলের সিরাজগঞ্জে বাড়ি, ফেসবুকের একটি পোস্টে লাইক দেওয়ার কারণে র‌্যাব তাকে তুলে নিয়ে এসে প্রায় ১৪ দিন নির্যাতন করে আরেকটি মিথ্যা মামলায় জেলে পাঠিয়েছে। সে এখনো জামিন পাচ্ছে না। এটা আমাদের একটা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।