বিএনপি গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে এমন অভিযোগ হচ্ছে সরকারের মিথ্যাচার। বিএনপি নয়, বরং আওয়ামী লীগই গণতন্ত্রকে জিম্মি করে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
মঙ্গলবার (৯ এপ্রিল) সদ্য কারামুক্ত বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
বিএনপি কেন গণতন্ত্রকে বাধাগ্রস্থ করছে সরকারের মন্ত্রীদের এমন বক্তব্যের সমালোচনা করে মঈন খান বলেন, দেশ চালায় সরকার, রাষ্ট্রীয় সমস্ত ক্ষমতা তাদের হাতে। জনগণের ভোটের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনাই হচ্ছে বিএনপির একমাত্র লক্ষ্য। মঈন খান বলেন, স্বাধীনতার মূল আদর্শ গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি আজ দেশে অনুপস্থিত। দেশে আজ একদলীয় শাসন চলছে।