বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, দেশকে শূন্যের কোঠায় নিয়ে যাওয়া বন্ধুদেশ আমরা চাই না। শনিবার (১১ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে ভারতীয় সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ফারুক বলেন, ২ লাখ টাকার নাট বল্টু ভারত থেকে আমদানি করা হয়েছে দুই কোটি টাকা দিয়ে। যে দেশের বিরুদ্ধে কথা বলার জন্য নবীন দল এই অবস্থান কর্মসূচির আয়োজন করেছে সেই দেশে বাংলাদেশ থেকে কত রেমিটেন্স যায় কত হাজার হাজার ডলার চলে যায় সেই খবর কি আওয়ামী লীগ সরকার রাখে?
তিনি বলেন, প্রতিবেশী দেশ আমাদেরকে প্রতিনিয়ত অত্যাচার করে যাচ্ছে। প্রতিনিয়ত বিনা কারণে সীমান্তে গুলি করে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। তাদের দেশে গণতন্ত্র থাকবে বাংলাদেশে গণতন্ত্র থাকবে না একটি অগণতান্ত্রিক সরকারকে সমর্থন দিয়ে যাবে, বাংলাদেশের জনগণ সেটি গ্রহণ করবে এটি কখনো হতে পারে না। কখনো হতে দেয়া হবে না।
সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, যতই আপনারা বিএনপিকে নিঃশেষ করার পরিকল্পনা করেন কোনোদিনও আপনারা পারবেন না। সেই শহীদ জিয়ার দলকে কখনো নিঃশেষ করা যাবে না।
আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, দয়া করে ক্ষমতা ছেড়ে দিন। অবৈধভাবে ক্ষমতায় থেকে মানুষকে আর নিপীড়ন নির্যাতন করবেন না। এদেশের মানুষকে আর অবহেলা করবেন না। কারণ এই জাতি যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছে।