গণসংবর্ধনায় শিক্ষা প্রতিমন্ত্রী

দেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিএনপি-জামায়াত দিশেহারা

যে দেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ির দেশ, সেই দেশটিই এখন সমগ্র বিশ্বের বিস্ময়, উন্নয়নের রোল মডেল। দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিতে বিএনপি-জামায়াত তাই আজ দিশেহারা বলে মন্তব্য করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার।

শনিবার (৮ জুন) বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজ মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বেই উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে আজ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণসহ দেশ ও জাতির কল্যাণে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

শামসুন নাহার বলেন, ধনবাড়ী উপজেলার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও অকৃত্রিম ভালোবাসায় আজ আমি পরিপূর্ণ, আবেগাপ্লুত। গণমানুষের কল্যাণে আজীবন নিজেকে নিয়োজিত রেখে ধনবাড়ীকে একটি স্মার্ট উপজেলায় রূপান্তরিত করার মাধ্যমে তিনি এই ভালোবাসার প্রতিদান দিতে চান বলেও মন্তব্য করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিকভাবে চার মেয়াদে সরকার পরিচালনার ফলে স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদি অসংখ্য উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন সম্ভব হয়েছে। বর্তমান বাংলাদেশ আর্থিক দিক থেকে যেমন শক্তিশালী, তেমনি মানসিকতার দিক থেকেও অনেক বলীয়ান।