আ.লীগ বাঙালি জাতির অবিচ্ছেদ্য অংশ: বিপ্লব বড়ুয়া 

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, আওয়ামী লীগ হচ্ছে বাঙালি জাতির একটি জেনেটিক এনসেস্ট্রি, আমাদের বংশের একটি অবিচ্ছেদ্য অংশ।

সোমবার  (২৪ জুন) রাতে রাজধানীর হাতিরঝিলে ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে,আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । 

বিপ্লব বড়ুয়া বলেন, আওয়ামী লীগ ১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠার পর ৭৫ বছর অতিক্রম করেছে। আওয়ামী লীগ তার মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা দিয়েছে। আওয়ামী লীগ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, তার ভোটের অধিকার ভাতের অধিকার পুন:প্রতিষ্ঠা করেছে। মূলত বাঙালি জাতির এবং বাংলাদেশের যা কিছু অর্জন যা কিছু গৌরবের সবকিছু এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে। 

তিনি বলেন, সমসাময়িক সময়ে পৃথিবীতে যদি তাকান যেসকল দেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চা হয়, বহুদলীয় গণতন্ত্র রয়েছে সেখানে দ্বিতীয় একটি রাজনৈতিক দল পাওয়া যাবে না আর বাংলাদেশ আওয়ামী লীগের মতো যে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আত্মত্যাগ স্বীকার করেছে, রক্ত দিয়েছে। একটি জাতি বিনির্মানের জন্য একটি জাতির উন্নয়নের জন্য, একটি জাতির ভাগ্য পরিবর্তনের জন্য যতটা ত্যাগ স্বীকার বাংলাদেশ আওয়ামী লীগ করেছে পৃথিবীতে দ্বিতীয় একটি রাজনৈতিক দল নেই যে রাজনৈতিক দলের নেতা-কর্মীরা সেই পরিমাণ ত্যাগ করেছে, বুকের রক্ত দিয়েছে। এই কারণেই বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে বাঙালি জাতির একটি পরম্পরা, একটি রাজনৈতিক ঐতিহ্য। 

তিনি আরও বলেন, আজ দল যেহেতু অনেক বড়, সবচেয়ে জনপ্রিয়, দীর্ঘ সময় মানুষের সেবা দিয়ে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, সেই ষড়যন্ত্র এখনও চলমান রয়েছে। এই কারণে আওয়ামী লীগের অনেক বদনাম অনেকে শুনতে পারেন। কিন্তু এটা মনে রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম না হলে আমরা বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতা পেতাম না এবং বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না এবং বাংলাদেশ স্বাধীন না হলে আজ আমরা এই হাতিরঝিলে বসে আমাদের যে বংশ পরিচয়, আমাদের যে জাতি স্বত্ত্বা, আমরা যে বাঙালি সেই যে গৌরবের আসনে আজকে আমরা স্থান পেয়েছি সেটা আমরা পেতাম না। 

আজকে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা শপথ নিই উল্লেখ করে তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন যার পথ অনুসরণ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলছেন সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করবেন। এই সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের যে অসম্পূর্ণ কাজ রয়েছে সেই কাজ সম্পূর্ণ করার জন্য আজকে আওয়ামী লীগের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হই, শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হই। সেটিই হোক এই ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের অঙ্গীকার, আমাদের শপথ।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।