সরকার ক্ষমতায় থাকার জন্য দেশের স্বাধীনতা বিকিয়ে দিচ্ছে: মান্না

শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য দেশের স্বাধীনতা বিকিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বৃহস্পতিবার (৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে একথা বলেন।

সাবেক বিরোধী দলীয় চিপ হুইপ জয়নুল আবদিন ফারুকের উপর পুলিশি হামলার ১৪ বছরেও বিচার না হওয়ায় দোষীদের বিচারের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়।  

তিনি বলেন, সরকার কিছু-কিছু মানুষকে হঠাৎ করে সামনে আনেন। তাদেরকে সর্বোচ্চ দায়িত্ব দিয়ে দেন। তাদের আত্মীয়-স্বজনদেরও প্রমোশন দিয়ে দেন।

মান্না বলেন, প্রধানমন্ত্রী বলেছেন তার সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কিন্তু তিনি বেনজীর, আজিজ আহমেদ, মতিউরসহ অনেককে আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন। আমাদের ডেপুটি স্পীকারের ছেলে ২০০ কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। এই নিয়ে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে পরিবার থেকে বলা হয়েছে বেড়াতে গেছে।

তিনি আরও বলেন, এই ২ শত কোটি টাকা ট্যাক্স ফাঁকির কোনও মামলা হয়েছে কি? এই নিয়ে গতকাল কয়েকটি গণমাধ্যমে নিউজও করেছে। কিন্তু ওবায়দুল বলেছেন এরা আমাদের দলের কেউ নয়।

মান্না আরও বলেন, পুলিশের একটি সিপাহি পদে চাকরি দিতে গেলে আগে তার পরিবারের ব্যাকগ্রাইন্ড দেখা হয়। তার পরিবারের কেউ বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলো কিনা। কিন্তু অন্য কাউকে চাকরি দেয়ার ক্ষেত্রে কোন খোঁজ নেওয়া হয় না।

জয়নুল আবদিন ফারুকের উপর হামলাকারীদের বিচারের দাবি করেন মান্না বলেন, এই সরকার মুখে ধর্ম নিরপেক্ষতার কথা বললেও তারা বিশ্বাস করে না। তারা সংখ্যালঘুদের সম্পতি দখল করেন। এই বেনজীর আহমেদ হিন্দুদের সম্পত্তি দখল করেছে। হিন্দুদের লোকেরা প্রধানমন্ত্রীর কাছে বিচার দিলেও তিনি কিছুই করেন নাই।