দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সংস্কারপ্রক্রিয়া বিলম্ব না করে দ্রুত সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি ও জামায়াত।
শুক্রবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে একটি অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক এ আহ্বান জানান।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে দুর্বল করার ষড়যন্ত্র হচ্ছে, যা সংস্কারপ্রক্রিয়াকে ব্যাহত করছে। আমি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, নির্বাচনপ্রক্রিয়া শুরু করতে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশনের সংস্কার সম্পন্ন করতে হবে।
এদিকে, অন্তর্বর্তীকালীন সরকার উদ্দেশ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, অবিলম্বে বিদ্যমান সংকট নিরসন করতে হবে। দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশেষ সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান কোনো সংবিধান মেনে হয়নি। উপদেষ্টা পরিষদও সংবিধান মেনে হয়নি। সুতরাং সংবিধানের অজুহাত দিয়ে কোনো সংস্কার কাজ যেন আটকে না থাকে। অন্তর্বর্তীকালীন সরকারকে ঐকমত্যের ভিত্তিকে সংস্কার কাজ সম্পন্ন করতে হবে।