আগামীর নির্বাচন সহজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, আগামীর নির্বাচন সহজ হবে না। হতে পারে সামনের নির্বাচনে আমাদের প্রতিপক্ষ অনেক দুর্বল। কিন্তু এরপরও এ নির্বাচন অনেক কঠিন হতে যাচ্ছে। তাই নেতাকর্মীদের এমন আচরণ করতে হবে যেন, জনগণই বিএনপিকে ক্ষমতায় নিয়ে যায়।
সোমবার (২ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরীর টাউন হলে ‘রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জন সম্প্রীতি’ বিষয়ে বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, এবারের নির্বাচন বাংলাদেশের যেকোনো নির্বাচনের চেয়ে আলাদা এবং কঠিন। এমন নির্বাচন দেশের ইতিহাসে আগে কখনও হয়নি।
প্রেক্ষাপট বদলেছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মানুষ এখন অনেক সচেতন। বিএনপি যে ৩১ দফা উপস্থাপন করেছে সেগুলো সফল করতে হলে যেকোনো মূল্যে জনগণের সমর্থনকে আমাদের পক্ষে রাখতে হবে।