ফারুকের হামলাকারীদের এক ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম

গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের হামলাকারীদের এক ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে গণঅধিকার পরিষদ। একইসাথে ফারুকের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দলটির মো. রাশেদ খাঁন। 

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে ডাকা জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে বক্তব্যের জেরে হামলার শিকার হন ফারুক।

এই হামলায় জাতীয় বিপ্লবী পরিষদের সদস্যরা জড়িত বলে অভিযোগ করে রাশেদ বলেন, ‌‘কপালে ছুরি দিয়ে জখম করা হয়েছে ফারুককে। তাকে সেখানে অতিথি হিসেবে ডাকা হয়েছিল। তার ওপর যারা হামলা করেছে তারা জঙ্গি, নব্য গজিয়ে ওঠা বিপ্লবী। এরা ইউনুস সরকারের উপকার করতে আসে নাই ক্ষতি করতে এসেছে।’

হামলাকারীদের এক ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে তিনি বলেন, ‘এদের গ্রেপ্তার করা না হলে গণঅধিকারের সঙ্গে কোনো ঝামেলা হলে আমাদের কিছু করার থাকবে না।’

ফারুক হাসনের অবস্থা গুরুতর জানিয়ে রাশেদ বলেন, ‌‘এই বিষয়ে এরই মধ্যে শাহবাগ থানায় জানানো হয়েছে এবং মামলা করা হবে।’