জুনে গণপরিষদ নির্বাচনের দাবি জাতীয় বিপ্লবী পরিষদের

বর্তমান সংবিধান বাতিল করে প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করে বিপ্লবী সরকার গঠন করে জুনের মধ্যে গণপরিষদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (০৫ জানুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে এক নাগরিক সমাবেশে সদ্যগঠিত দলটির রাজনৈতিক প্রধান মো. আনিছুর রহমান ‘বিপ্লবের রূপরেখা’ শীর্ষক এক প্রস্তাবনায় এ দাবি জানান।

প্রস্তাবনা অনুযায়ী,  নির্বাচিত গণপরিষদ ছয় মাসের মধ্যে নতুন সংবিধান প্রণয়ন করবে ও দুই দফা খসড়া প্রকাশের পর ২০২৬ সালের জুন মাসের মধ্যে গণভোটের মাধ্যমে সংবিধান চূড়ান্ত হবে। এর তিন মাসের মাথায় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তবে জাতীয় বিপ্লবী পরিষদ বলছে ড. ইউনুসের নেতৃত্বে রাষ্ট্রপতি শাসিত বিপ্লবী সরকার হবে চার বছর মেয়াদী। এর একটি অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা থাকবে। নতুন সংবিধান প্রণয়নের আগে আন্তর্জাতিক মানদণ্ডকে সামনে রেখে রাষ্ট্রপতির ফরমান বলে রাষ্ট্র পরিচালিত হবে।

এছাড়াও দলটি বিপ্লবী সরকারের সময়ে রাষ্ট্রপতিকে চেয়ারম্যান ও সেনা প্রধানকে ভাইস চেয়ারম্যান করে একটি জাতীয় নিরাপত্তা পরিষদ এবং অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও শ্রমিক নেতাদের নিয়ে একটি জাতীয় অর্থনীতি পুনরুদ্ধার কাউন্সিল গঠন করতে প্রস্তাব করেছে।

অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানানো হয়। এতে শহীদ পরিবারের সদস্য ও আহতরা বক্তব্য রাখেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আশুলিয়ায় পুলিশ ভ্যানে পুড়িয়ে দেয়া শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা আক্তার বলেন, ‘অন্য শহীদের মায়েরা তাদের সন্তানের মরদেহ দেখতে পেলেও আমি আমার ছেলের মরদেহটিও দেখতে পাইনি।’

শহীদ মোবারক হোসেনের  বাবা মো. রমজান আলী জানান, ঘটনাস্থলে অনেকগুলো সিসি ক্যামেরা আছে, অনেক ফুটেজ আছে। সেসব দেখে অপরাধীদের শনাক্ত করা কঠিন কিছু না।

আহত আমিরুল ইসলাম ইমন বলেন, ‘পাঁচ মাস হয়ে গেছে আমাদের এখনও পুনর্বাসনের জন্য রাস্তায় নামতে হয়।’

শহীদ রানা তালুকদারের মা বলেন, ‘আমি শুধু জামায়াতে ইসলাম থেকে দুই লাখ টাকা পেয়েছি আর কোনো টাকা পাইনি।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন-জাতীয় বিপ্লবী পরিষদের সাংগঠনিক প্রধান মো. শফিউর রহমান, গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, কোটা সংস্কার আন্দোলনের নেতা মো. সেলিম, অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের সাধারণ সম্পাদক এস এম তানিম ও জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম আহ্বায়ক রোটারিয়ান রাবেয়া আক্তার।