লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া

উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের বিমানবন্দর থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

লন্ডনে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। বাংলাদেশ সময় বুধবার (৮ জানুয়ারি) দুপুর ২টা ৫৫ মিনিটে তার বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছায়।

লন্ডনে মাকে স্বাগত জানালেন তারেক রহমান। ছবি: যুক্তরাজ্য বিএনপির সৌজন্যে

বিমানবন্দরে খালেদা জিয়াকে জড়িয়ে ধরলে মা ও ছেলের মধ্যে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। এ সময়  বিমানবন্দরে উপস্থিত ছিলেন পুত্রবধূ জুবাইদা রহমান ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে ঢাকার শাহজালাল বিমানবন্দরের ভিআইপি টারমাক থেকে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী উড়োজাহাজটি লন্ডনের উদ্দেশে উড়াল দেয়। মাঝপথে কাতারের দোহায় বিরতি নেয় এই ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স’।

লন্ডনে খালেদা জিয়াকে স্বাগত জানান পুত্রবধূ জুবাইদা। ছবি: যুক্তরাজ্য বিএনপির সৌজন্যে

বিএনপির চেয়ারপারসন সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন সফরে এসেছিলেন। এরপর তার আর কোনো বিদেশ সফর হয়নি। এই সময়ের মধ্যে তার সঙ্গে ছেলে তারেক রহমানেরও সরাসরি দেখা হয়নি। আজ সেখানে সাড়ে সাত বছর পর মা-ছেলের সাক্ষাৎ হয়।

এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকায় খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশানসহ বিমানবন্দরের পথে রাস্তার দুপাশে বিএনপির নেতাকর্মী ও সমর্থকসহ বিভিন্ন স্তরের মানুষ জড়ো হন।

লন্ডনে খালেদা জিয়াকে স্বাগত জানান স্বজন ও নেতাকর্মীরা। ছবি: যুক্তরাজ্য বিএনপির সৌজন্যে

ঢাকা থেকে খালেদা জিয়ার সঙ্গে মেডিকেল বোর্ডের ছয়জন সদস্য রয়েছেন। তারা হলেন-অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডা. এফ এম সিদ্দিক, অধ্যাপক নুরুদ্দিন আহমেদ, ডা. জাফর ইকবাল, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন।

এছাড়া বেগম খালেদা জিয়ার সঙ্গে তার ছোট পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তারসহ ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।