বাহাত্তরের সংবিধান বাতিল করে নতুন জনগণতান্ত্রিক সংবিধান বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা দুই দিনব্যাপী ব্র্যান্ডিং প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
শনিবার (১৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নতুন দলকে গড়ে তুলতে রাজধানীর ধানমণ্ডিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী লিডারশীপ ট্রেনিং করেছে দলটির নেতৃবৃন্দ।
জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীদেরকে প্রশিক্ষণ দিয়েছেন দেশের শীর্ষ সংবিধান বিশেষজ্ঞ অধ্যাপক ড. মাইমুল আহসান খান, ক্যারিয়ার কোচ জামাল উদ্দীন জামী ও রাজনৈতিক ব্র্যান্ডিং গবেষক জাকারিয়া পলাশ।
প্রশিক্ষণে সংবিধান বিশেষজ্ঞ অধ্যাপক ড. মাইমুল আহসান খান নতুন সংবিধান প্রণয়নের গুরুত্ব তুলে ধরেন এবং গণপরিষদ গঠনের ওপর জোর দেন। তিনি গণপরিষদ গঠনের বিভিন্ন পদ্ধতি এবং নতুন সংবিধান প্রণয়নের খুঁটিনাটি বিষয় আলোচনা করেন। এছাড়াও, বিদ্যমান সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের সীমাবদ্ধতা ও ত্রুটি তুলে ধরেন।
রাজনৈতিক ব্র্যান্ডিং গবেষক জাকারিয়া পলাশ জাতীয় বিপ্লবী পরিষদকে মূল্যবোধ, গণআস্থা এবং নীতির প্রতি অবিচল থাকার মাধ্যমে ব্র্যান্ডিং করার প্রশিক্ষণ দেন। তিনি দলের টার্গেট গ্রুপ নির্ধারণ এবং তাদের প্রয়োজন অনুযায়ী দলীয় বয়ান তৈরির পরামর্শ দেন।
ক্যারিয়ার কোচ জামাল উদ্দীন জামী নেতৃত্বের বিভিন্ন দক্ষতা, যেমন ক্রিটিক্যাল থিংকিং, রাজনৈতিক বয়ানের সমালোচনা এবং নিজস্ব বয়ান প্রতিষ্ঠা, জনগণের সামনে দলকে উপস্থাপন, নাগরিকদের সম্পৃক্তি এবং সঙ্কট সমাধান ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেন।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান আনিছুর রহমান ও সভাপতিত্ব করেন সাংগঠনিক প্রধান মো. শফিউর রহমান।
এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপ্লবী ছাত্র পরিষদের নেতারাও উপস্থিত ছিলেন।