সংস্কারের নামে নির্বাচনের জন্য সময়ক্ষেপণ চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় এমন কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
সালাহউদ্দিন আহমেদ বলেন, সংসদ নির্বাচন করা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ম্যান্ডেট। সংস্কার সংস্কার খেলা চলবে না। সংস্কারও হবে, নির্বাচনও হবে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাব এসেছে। আসুন, আলোচনা হোক। সংস্কারের নামে সময়ক্ষেপণ করবেন না। ইতিহাসে নিজেদের স্মরণীয় করে রাখতে আগামী ৫ আগস্ট নির্বাচন দিন। ঋতু কোন সমস্যা নয়, তাহলে নির্বাচন দিতে সমস্যা কোথায়?
অনুষ্ঠানে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘নির্বাচিত সরকার দেখতে চায় বিএনপি। কোন কলঙ্ক যেন না আসে সেদিকে সবচেয়ে বেশি নজর দিতে হবে দলের নেতাকর্মীদের। যতবড়ই নেতা হোক, দুর্নীতিবাজ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি।’
তিনি বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা কিংস পার্টি করার চেষ্টা করছে। ২১ বছরের ছেলে কীভাবে রাষ্ট্রপতি হবে? কীভাবে তারা দেশ পরিচালনা করবে? বয়স কমানো হলো, কেনো? তারা নির্বাচিত হলে মেনে নিবো, কিন্তু নিরপেক্ষ না হয়ে ক্ষমতায় বসতে চাইলে মেনে নেয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘সরকারকে জনগণের সঙ্গে থাকতে হবে। প্রকলোমেশন, এই মেশন, সেই মেশন এগুলো জনগণের কোনো কাজে আসবে না। যা কাজে আসবে তা করতে হবে।’
হাফিজ বলেন, ‘ভোলায় দুদিন আগে নিজের গাড়ি বহরের সামনে দেখা যায় মোটরসাইকেল বহর, জিজ্ঞেস করলাম এরা কারা, এর আগে এদের দেখিনি। উত্তর এলো, তারা অনেকেই আওয়ামী লীগের কর্মী। বিএনপির ভেতরে আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে। সতর্ক থাকতে হবে দলীয় কর্মীদের।’