২৮ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ!

আগামী ২৮ ফেব্রুয়ারি বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক সংক্ষিপ্ত ফেসবুক পোস্টে এ আবাস দিয়েছেন তিনি।

মাত্র দুই বাক্যের সংক্ষিপ্ত পোস্টে তিনি লেখেন, ‘২৮ ফেব্রুয়ারী, বিকাল ৩টা, মানিক মিয়া এভিনিউ! বাংলাদেশে নতুন রাজনৈতিক দল!’

এদিকে এ মাসের শুরু থেকেই ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে নানা আলোচনা তৈরি হয়। এ নিয়ে দফায় দফায় বৈঠকও করে জাতীয় নাগরিক কমিটি।

জাতীয় নাগরিক কমিটির অধিকাংশের মতামতের ভিত্তিতে উপদেষ্টার পদ ছেড়ে নতুন এই রাজনৈতিক দলের দায়িত্ব নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

সম্প্রতি নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ২৬ তারিখ আমরা করবো। এটা এখন পর্যন্ত ঠিক আছে। তবে দলের নেতৃত্বে কারা থাকবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি।’

দলটির একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন, এই জাতীয় সংসদ নির্বাচনে ১০০টি আসন এবং পরবর্তী সংসদ নির্বাচনে ক্ষমতায় আসার টার্গেট নিয়েই রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করতে চান তারা।