গণতন্ত্র রক্ষায় কার্যকরী এবং টেকসই করতে অবাধ-সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
তিনি বলেন, বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, কার্যকরী এবং টেকসই গণতন্ত্র রক্ষা, অবাধ-সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং নৈতিকতা ও আলোকিত সমাজ গঠনের প্রক্রিয়া ও উদ্যোগ নেয়ার বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয় সেনা শহীদ দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জামায়াতের নায়েবে আমির বলেন, ‘এক্ষেত্রে সংশ্লিষ্ট সব দল-সংগঠন ও স্টেকহোল্ডারদের একই প্লাটফর্মে এসে অঙ্গীকার করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সবাইকে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি, দুর্নীতির বিরুদ্ধে কথা বলি। কিন্তু এসব বিষয়ে কথা বললেই একদল মনে করে তাদের বলা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষকে মুক্তি পেতে অপরাজনীতি পরিহার করতে হবে। সত্য প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা নিছক কোনো দুর্ঘটনা নয় উল্লেখ করে তিনি বলেন, এটি পরিকল্পিত ষড়যন্ত্র, এ পরিকল্পনায় সরাসরি জড়িত ভারত।’