জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিএনপির আয়োজিত র্যালিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনে চলমান সহিংসতার ছবি দেখলে সহ্য করা যায় না বলেও উল্লেখ করেন মির্জা আব্বাস।
তিনি বলেন, ইরাক-ইরান যুদ্ধের সময় যেমন জিয়াউর রহমান ভূমিকা রেখেছিলেন, তিনি বেঁচে থাকলে আজ ফিলিস্তিনের পক্ষে কার্যকর উদ্যোগ নিতেন এবং ইসরায়েল এমন সহিংসতা চালানোর সাহস পেত না।
মির্জা আব্বাস বলেন, শুধু ফিলিস্তিনে নয়, ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানদের নিঃশেষ করবে। এরপরও মুসলিম বিশ্বের মোড়লরা চুপ করে রয়েছে। এদের প্রতিহত না করলে একে একে সব মুসলিম রাষ্ট্রকে তারা ধ্বংস করবে।