বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ থেকে সরে আসা ক্লিন ইমিজের ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবেন। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।
রিজভী জানান, ‘বিএনপি আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত দলের প্রাথমিক সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রম চালাবে। এবার এক কোটিরও বেশি নতুন কর্মী যুক্ত করার পরিকল্পনা রয়েছে।’
বিএনপির প্রথমিক সদ্যসপদের জন্য যে রশিদ দেয়া হয় তার সঙ্গে এবার একটি আবেদনপত্র থাকবে জানিয়ে রিজভী বলেন, এই আবেদনপত্রের বিষয়টি বিএনপির গঠনতন্ত্রে রয়েছে। এবার প্রথমিক সদস্যদের সেই ফরমটি পূরণ করতে হবে। ফরম পূরণ করে রশিদ নিয়ে যাবেন। এরপর চূড়ান্ত যাচাই-বাছাইয়ের মাধ্যমে সদস্যপদ দেয়া হবে।
রিজভী বলেন, কেউ দীর্ঘদিন রাজনীতি করেননি অথবা এক সময় আওয়ামী লীগ করেছেন, কিন্তু আওয়ামী লীগের দুঃশাসন, লুটপাট, টাকা পাচার- এগুলো পছন্দ করেননি। তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা দলে আসতে পারবেন না কেন? এছাড়াও আমরা চাচ্ছি সমাজের ফ্রেশ মানুষ, তিনি যেকোনো শ্রেণি-পেশার হতে পারেন বিএনপিতে যোগ দিতে পারবেন।
এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয়ে পরবর্তী কোনো নির্দেশনা দিলে সেটা জানানো হবে বললেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব।