‘জুলাই ঘোষণাপত্র দেওয়ার আর বাকি ২৬ কর্মদিবস’

জুলাই আন্দোলনের একটি ভিডিও শেয়ার করে সরকারকে ঘোষণাপত্রের দিনক্ষণ মনে করিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (১৬ মে) নিজের ফেসবুকে জুলাই আন্দোলনের একটি ভিডিও শেয়ার করেছেন হাসনাত। যেখানে ক্ষমতাচ্যুত হাসিনা ও তার দল আওয়ামী লীগের বর্বরতার কথা বলতে শোনা গেছে একজনকে। সেই ভিডিও শেয়ার দিয়েই সরকারকে জুলাই ঘোষণাপত্রের দিনক্ষণ মনে করিয়ে দিয়েছেন তিনি।

ফেসবুকে পোস্টে হাসনাত লিখেছেন, জুলাই ঘোষণাপত্র দেওয়ার আর বাকি ২৬ কর্মদিবস।

ইতোমধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশে কয়েক দফা সময় পিছিয়েছে সরকার। সবশেষে ছাত্র-জনতার আন্দোলনের মুখে নতুন করে ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্রের কথা জানিয়েছে সরকার।