‘সংস্কারের আগে কোনো নির্বাচন নয়’

জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। সরকারকে আমরা বলেছি আপনারা সংস্কার করেন এরপর নির্বাচন দেন। আগে বিচার করেন এরপর সিদ্ধান্ত নেন যে কারা নির্বাচন করার জন্য যোগ্য, আর কারা যোগ্যতা হারিয়ে ফেলেছে। সেভাবে নির্বাচন করতে হবে।

শনিবার (১৭ মে) রাতে জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আয়োজনে জেলার সরকারি অডিটোরিয়াম হলরুমে আয়োজিত ওয়ার্ড ও ইউনিট সভাপতি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মুজিবুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজম ছিলেন এই কেয়ারটেকার সরকারের রুপকার। কেয়ারটেকার সরকারকে দিয়েই নির্বাচন দেওয়া দরকার। সবাই মেনে নিল, এমনকি ফ্যাসিস্ট সরকারও তখন মেনে নিয়েছিল। কিন্তু কেয়ারটেকার সরকারকে সংবিধান থেকে বিদায় দিয়ে নিরপেক্ষ নির্বাচনকে হত্যা করা হলো।