আজকের মধ্যেই ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে: আবদুস সালাম

বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা আবদুস সালাম অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আজকের মধ্যেই বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বুধবার (২১ মে) বাংলাদেশ পেশাজীবী জোটের উদ্যোগে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান।

ঢাকা সিটির সাবেক ডেপুটি মেয়র সালাম বলেন, গত ৭ দিন ধরে ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের লোকজন ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন করছে। সরকারকে আমি বলতে চাই, কেন দেশটাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন। দু’একজন উপদেষ্টার কারণে কি এই সরকার ব্যর্থ হবে? কোর্ট রায় দিয়েছেন, নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করেছে। এখন যদি ইশরাক মেয়রের চেয়ারে বসেন, তাহলে কার স্বার্থে আঘাত লাগবে? 

তিনি বলেন, নির্বাচন কমিশনের গ্যাজেট তো বাতিল করা হয় নাই, তাহলে কেন ইশরাককে মেয়রের পদ বুঝিয়ে দেওয়া হচ্ছে না? আমি বলতে চাই, আজকের মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।

সরকারকে হুশিয়ার করে সালাম বলেন, নির্বাচনের আগে দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক, আশা করি সরকার তা চায় না। আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক, কারণ তাহলে দেশ আবার অন্ধকারের দিকে এগিয়ে যাবে। এ কারণে এতো কিছুর পরেও আমরা চুপ করে আছি।

বাংলাদেশ পেশাজীবী জোটের সমন্বয়ক, খোলাবাজার সম্পাদক-প্রকাশক, গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের সভাপতি মো. জহিরুল ইসলাম কলিম সভাপতিত্ব করেন এবং ও প্রজন্ম একাডেমির সভাপতি লেখক ও গবেষক কালাম ফয়েজীর সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনু প্রমুখ।