বৈঠকে শেষে যা বললেন সাইফুল হক

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

রোববার (২৫) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকেদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের মনে হয়েছে, সরকারের মধ্যে রাজনৈতিক দলগুলোকে এড়িয়ে চলার একটা প্রবণতা রয়েছে। এজন্য রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছি।

সাইফুল হক বলেন, তিনটা গুরুত্বপূর্ণ কাজের বিষয়ে বলেছি। যে বিচার চলছে তা কার্যকর করা। চলমান সংস্কার চালিয়ে নিতে হবে। বাংলাদেশের মানুষ ১৬ বছর ধরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছে।

এর আগে বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা বৈঠকে বসেন।

বৈঠকে অংশগ্রহণকারী নেতাদের মধ্যে রয়েছেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় গণফ্রন্টের সমন্বয়কারী টিপু বিশ্বাস, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম।