ইশরাককে আজকের মধ্যে শপথ পড়াতে লিগ্যাল নোটিশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে আজকের মধ্যে শপথ পড়ানোর জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

ইশরাক হোসেনের পক্ষে এ লিগ্যাল নোটিশ পাঠান তার আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সিটি করপোরেশন আইন ২০০৯ অনুযায়ী এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন আইনজীবী এহসানুর রহমান।

এর আগে ২০০৯ সালের স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের ৭(২) ধারা অনুসারে ইশরাক হোসেনকে ২৪ ঘণ্টার মধ্যে শপথ পড়াতে স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবরে ২১ মে আইনি নোটিশ পাঠানো হয়। তাতে সাড়া না পেয়ে স্মরণ করিয়ে দিয়ে আজ সরাসরি ও ডাকযোগে ওই নোটিশ (রিমাইন্ডার ডিমান্ড জাস্টিস নোটিশ) পাঠানো হয়।

শপথ পড়াতে স্মরণ করিয়ে দেওয়া নোটিশে বলা হয়, নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের আলোকে নির্বাচন কমিশন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের নাম উল্লেখ করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে। ২০০৯ সালের স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের ৭(২) ধারা অনুসারে গেজেট প্রকাশের পর ৩০ দিনের মধ্যে শপথ পড়াতে হবে। গেজেট প্রকাশ থেকে ২৯ দিন পেরিয়ে গেলেও নির্বাচিত মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়াতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এর আগে শপথ পড়ানোর দাবিতে ১৭ মে চিঠি দেওয়া হয়েছিল বলে আজকের নোটিশে উল্লেখ করা হয়েছে। নোটিশের ভাষ্য, কিন্তু আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এরপর শপথ পড়াতে ২১ মে আইনি নোটিশ পাঠানো হয়। কিন্তু তাতেও সাড়া দেওয়া হয়নি।

নোটিশের শেষাংশের ভাষ্য, ২০০৯ সালের স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের ৭(২) ধারা অনুসারে দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র হিসেবে ইশরাক হোসেনকে আজকের (২৬ মে, সোমবার) মধ্যে শপথ পড়াতে হবে। তা না হলে যথাযথ আইনগত কার্যক্রম বা আদালত অবমাননার কার্যধারা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।