বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৪৪তম শাহাদতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)।
মঙ্গলবার (২৭ মে) রাতে গণমাধ্যমে বিএসপিপির আহ্বায়ক প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন এবং সদস্য সচিব কাদের গনি চৌধুরীর দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কর্মসূচি অনুযায়ী শুক্রবার (৩০ মে) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
এছাড়া ১ জুন সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবে আবদুস সালাম হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।