সমাবেশস্থল পরিষ্কার করলেন যুবদল-ছাত্রদল নেতারা

তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত সমাবেশ শেষে সমাবেশস্থল নিজেরাই পরিষ্কার করেছেন জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (২৮ মে) রাতে সমাবেশ শেষে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাদের ময়লা-আবর্জনা পরিষ্কার করতে দেখা যায়।

পরিচ্ছন্নতার কাজে অংশ নেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নসহ  কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা। 

নেতারা বলেন, ‘পরিবেশ পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্বের অংশ।’

এর আগে বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশে বক্তব্যে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে অভিযোগ করে তারেক রহমান বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিএনপির একাধিক উন্নয়ন পরিকল্পনা রয়েছে। যে কোনো দলের কর্মসূচি বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সরকার দরকার। তবে জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা চলছে। অল্প ও বেশি সংস্কারের মধ্যে ঘুরপাক খাচ্ছে এ আলোচনা। এতে মনে হচ্ছে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য আছে।