বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. সৈয়দ শাহিন শওকত বলেছেন, বিএনপির জনসভায় যে ৫০ লাখ জনসমাগম হয়েছে, তারা ফুঁ দিলেই এনসিপি ও বাকি দলগুলো বাতাসে কোথায় উড়ে যাবে তার নিশানা পাওয়া যাবে না।
শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
শাহিন শওকত আরও বলেন, এনসিপির নেতারা বিএনপিকে ভয় দেখায়। আগে বিএনপির একটি ওয়ার্ডের নেতা হওয়ার যোগ্যতা অর্জন করো, তারপরে স্বপ্ন দেখো। আমরা চাই ক্ষমতাতে তোমরা আমাদের সঙ্গে থাকো। কিন্তু ছোট বাচ্চা ছেলে অনেক কিছুই আবেগে বলে ফেলো।
রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত এই সাংগঠনিক সম্পাদক বলেন, ইউনুস সাহেব আপনি শান্তিতে নোবেল পেয়েছেন, আপনাকে সম্মান দিতে চাই। সম্মান রক্ষা করতে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিয়ে দেন। ভোট করার ইচ্ছে থাকলে আসেন, জনগণের সঙ্গে মিশেন। যদি ভোট নিয়ে পাঁয়তারা করেন তাহলে জনগণ ক্ষমা করবে না।