আম্মা আপনাকে সালাম জানিয়েছেন: প্রধান উপদেষ্টাকে তারেক রহমান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে বৈঠক করেছেন। শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় বেলা ২টা) পূর্ব নির্ধারিত সময়ে বৈঠক শুরু হয়।

বৈঠকের শুরুতে একটি ভিডিওতে দেখা যায়, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ও তারেক রহমান পরস্পর হাত মেলান (হ্যান্ডশেক)। এ সময় প্রধান উপদেষ্টার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তারেক রহমান। 

প্রধান উপদেষ্টা তারেক রহমানকে বলেন খুব ভালো লাগছে, তারেক রহমানও বলেন, আমার কাছেও খুব ভালো লাগছে। আপনার শরীর কেমন?

উত্তরে প্রধান উপদেষ্টা বলেন, চলছে, টাইনা টুইনা চলতে হয়।

এ সময় তারেক রহমান বলেন, আম্মা (বেগম খালেদা জিয়া) আপনাকে সালাম জানিয়েছেন।

জবাবে প্রধান উপদেষ্টা বলেন, অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।