অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডনে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকে দলীয়ভাবে ইতিবাচক প্রতিক্রিয়া প্রকাশ করা হয়েছে।
সোমবার (১৬ জুন) রাতে অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নিয়মিত বৈঠকে লণ্ডনের সভাকে ‘ঐতিহাসিক ও ফলপ্রসূ’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। উক্ত বৈঠকের দলীয় বিবৃতি দিয়েছে বিএনপি।
বিবৃতিতে বলা হয়, বৈঠকটি ‘পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে’ অনুষ্ঠিত হয়েছে। এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা পুনঃস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
দলের ভাষ্যমতে, বহুল প্রতীক্ষিত এই বৈঠক বিএনপির কূটনৈতিক উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এতে স্পষ্ট হয়েছে যে দলের নেতৃত্ব জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে অবিচল রয়েছে।