বিএনপির সুনাম ক্ষুণ্ন করতে ষড়যন্ত্র চলছে: মির্জা আব্বাস

বিএনপির সুনাম ক্ষুণ্ন করতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, কিছু মহল নানা অপবাদ ও চক্রান্তের মাধ্যমে বিএনপিকে জনগণের চোখে হেয় করার অপচেষ্টা চালাচ্ছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

রোববার (২৯ জুন) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘চাঁদাবাজি করে অন্য দলের লোক, নাম হয় বিএনপির। আমার এলাকায় কিছু লোক চাঁদাবাজি করছে, পরিচয় দিচ্ছে আব্বাসের লোক বলে। আমি পরিষ্কার করে বলছি—আমার কোনো ভাই, আত্মীয়স্বজন কিংবা সহকর্মী চাঁদাবাজ নয়। কেউ আমার নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে তাকে ধরবেন, উত্তম-মধ্যম দেবেন, তারপর পুলিশে সোপর্দ করবেন।

মির্জা আব্বাস বলেন, ‘চাঁদাবাজদের প্রতিরোধ করতে হবে যদি সে বিএনপিরও হয়, তাকে ছাড় দেওয়া যাবে না। চাঁদাবাজ কে প্রশ্রয় দেওয়া যাবে না। আমি কথাগুলো এ কারণে বললাম যে এখন আসছে দলের মধ্যে অনেকে হালুয়া রুটির ভাগ নিতে।’

দলে নতুন সদস্য ও অন্তর্ভুক্ত করার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘কোনো খারাপ লোককে সদস্য করা যাবে না। একটা কথা মনে রাখতে হবে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আমার গোয়াল খালি থাক কিন্তু কোনো দুষ্টু গরু জায়গা দেওয়া যাবে না।’