মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘দুর্ঘটনা হঠাৎ আসে-এটা সত্যি। কিন্তু কোনো পরিকল্পিত বিষয়কে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলে সেটা হবে ভয়ঙ্কর অন্যায়। তাই একটি নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে হবে।
মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের সহায়তায় যুবদলের আয়োজিত রক্তদান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘মানুষের চোখ নয়, মানুষের হৃদয় আজ কাঁদছে। এই ভয়াবহ দুর্ঘটনার দায় কার, সেটা খুঁজে বের করা সরকারের দায়িত্ব। কিন্তু প্রশ্ন রয়ে গেছে- ঘনবসতিপূর্ণ এলাকায় কেন যুদ্ধবিমানের প্রশিক্ষণ ফ্লাইট চলছিল? বিমানটি কি পুরনো ছিল? কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না? এসব প্রশ্নের জবাব খুঁজে বের করতে হবে।
রিজভী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ‘যে বাবা-মা এখন নিথর দেহটা জড়িয়ে কাঁদছেন, যে শিশুরা পুড়ে হাসপাতালে কাতরাচ্ছে-তাদের পাশে রাষ্ট্রের দাঁড়ানো উচিত মানবিক দায়িত্ববোধ থেকেই। ঝলসে যাওয়া সেই মুখগুলো যতদিন বেঁচে থাকবে, ততদিন রাষ্ট্রের উচিত তাদের পাশে থাকা।’
তিনি বলেন, ‘সবাই যদি দায়িত্ববান হতো, তাহলে অনেক দুর্ঘটনা এড়ানো যেত। মাসুম শিশুদের স্বপ্ন আর যেন ঝরে না যায়- এটাই এখন আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত।’
সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। ঘটনায় দেশব্যাপী শোকের ছায়া নেমে এসেছে।