বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে ‘নির্বাচনী তপশিল-২০২৫’ ঘোষণা করা হয়েছে। তপশিল অনুযায়ী, সংগঠনের সভাপতি, মহাসচিব, সিনিয়র সহসভাপতি, কোষাধ্যক্ষ এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে আগামী ৯ আগস্ট ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে।
নির্বাচনী তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ সময় সোমবার (২৮ জুলাই) রাত ১০টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থী তালিকা প্রকাশ ২৯ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩০ জুলাই রাত ১০টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৩১ জুলাই।
সভাপতি ও মহাসচিব পদে মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার টাকা। আর সিনিয়র সহসভাপতি, কোষাধ্যক্ষ ও সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ফরমের মূল্য ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে চলতি বছরের ২৪ মার্চ অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং ডা. মো. আব্দুস সালামের নেতৃত্বাধীন ড্যাবের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়।