নারীদের জন্য সংরক্ষিত ৫০ আসনের বাইরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দলকে ৩০০ দলীয় আসনের মধ্যে ৫ শতাংশ আসনে নারী প্রার্থী মনোনয়নের প্রস্তাব দিয়েছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, এসব আসনে নারীরা সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রোববার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের ১৯তম দিনের আলোচনার বিরতিতে সাংবাদিকদের এ তথ্য জানান সালাহউদ্দিন আহমদ।
কিছুসংখ্যক আসনে নারীরা যাতে সরাসরি নির্বাচনের মধ্য দিয়ে আসতে পারেন, সে সুযোগ রাখা দরকার বলে মনে করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘আমরা প্রথমে প্রস্তাব দিয়েছিলাম—বিদ্যমান ৫০টি সংরক্ষিত নারী আসন বাড়িয়ে ৮০-তে উন্নীত করা হোক। তবে বিভিন্ন মহলের সঙ্গে আলোচনায় উঠে এসেছে যে কিছু আসনে সরাসরি নির্বাচন হওয়া উচিত। তাই আমরা আজ প্রস্তাব দিয়েছি—আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল যেন ৩০০ আসনের মধ্যে অন্তত ৫ শতাংশে নারী প্রার্থী মনোনয়ন দেয়।’
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘যেহেতু আসন্ন নির্বাচনের আগে সংবিধান সংশোধনের সুযোগ নেই, তাই এটা এখনই আইন নয়, বরং একটি জেন্টলম্যানস অ্যাগ্রিমেন্ট হতে পারে। তবে সংবিধান সংশোধনের পর আমরা চাই, ৩০০টি আসনের মধ্যে অন্তত ১০ শতাংশ আসনে নারীরা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করুক। তাহলে ৩০টি আসনে নারী প্রার্থী মনোনীত হবেন এবং সংরক্ষিত ৫০টি মিলে মোট ৮০টি আসনে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।’
এই প্রক্রিয়া ধাপে ধাপে এগিয়ে নিয়ে একসময় যেন পুরোপুরি সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীরা সংসদে আসতে পারেন এবং সংরক্ষিত আসনের প্রয়োজন না পড়ে, সেই লক্ষ্যেই পরিকল্পনা করা হচ্ছে বলে জানান এই বিএনপি নেতা।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, পুলিশ কমিশনের বিষয়ে ঐকমত্য হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ কমিশন নামে এটি কমিশন গঠিত হবে। শৃঙ্খলা বাহিনী হিসেবে পুলিশ যাতে আইনানুগভাবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম হয়, তা নিশ্চিত করাই এর উদ্দেশ্য। তিনি বলেন, ‘কমিশনের গঠন, কার্যপরিধি, তদন্তপ্রক্রিয়া—সবকিছুই সংসদে পাস হওয়া আইনের মাধ্যমে নির্ধারিত হবে। তবে কমিশন এই আইনের খসড়া প্রণয়নে যেসব পরামর্শ দিয়েছে, তা যেন বিবেচনায় নেওয়া হয়—সেই আহ্বান জানানো হয়েছে।’
আজকের আলোচনায় অংশ নিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দল।
আলোচনায় সভাপতিত্ব করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আরও উপস্থিত আছেন সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান ও আইয়ুব মিয়া।