জুলাই পদযাত্রা শেষে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ উপলক্ষে রোববার (৩ জুলাই) সারাদেশ থেকে নেতাকর্মীদের শহীদ মিনার প্রাঙ্গণে আসার আহ্বান জানিয়েছে এনসিপি।
শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে জানায়, গত একমাস ধরে পাওয়া এদেশের নাগরিকদের ভাবনা, চাওয়া-পাওয়াগুলো, আগামীর বাংলাদেশ বিনির্মাণে এনসিপির প্রতিশ্রুতি ঘোষণা করবেন আহ্বায়ক নাহিদ ইসলাম।
এনসিপি জানায়, বিপুল জনসমাগম ও আগ্রহের মধ্য দিয়ে এনসিপি তার মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে। জুলাই মাসজুড়ে এনসিপি ছড়িয়ে পড়েছে বাংলাদেশের নানা প্রান্তে-গ্রাম, শহর, জনপদ ও নগরে। তারা কথা বলেছে এই দেশের কৃষক, শ্রমিক, দিনমজুর, গৃহিণীসহ নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে। নেতৃবৃন্দ প্রতিশ্রুতি দিয়েছেন, পদযাত্রা শেষে তারা এই মানুষের কথাগুলো তুলে ধরবেন জাতির সামনে। সেই সঙ্গে ঘোষণা করবেন নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি।
২০২৪ সালের ৩ আগস্ট যেখানে এক দফার ঘোষণা হয়েছিল, সেই ঐতিহাসিক শহীদ মিনারেই আবার আসছেন ঘোষক নাহিদ ইসলাম। আগামী রোববার (৩ আগস্ট) তিনি এনসিপিকে সঙ্গে নিয়ে তুলে ধরবেন বিগত একমাসে নাগরিকদের ভাবনা, চাওয়া-পাওয়া এবং আগামীর বাংলাদেশের রূপরেখা। তিনি জানাবেন এনসিপি’র প্রতিশ্রুতি এবং ঘোষণা করবেন জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচি।